1095
Published on মে 19, 2020গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের প্রায় ছয় হাজার দুঃস্থ্, অসহায় ও কর্মহীন পরিবারের কাছে ঈদের উপহার সামগ্রী পাঠিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।
মঙ্গলবার সকালে নগরীর ভোগড়া বাসভবনের সামনে থেকে পিকআপ যোগে এসব উপহার সামগ্রী নগরীর বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতাদের হাতে হস্তান্তর করা হয়। তারা এসব উপহার সামগ্রী নিজ নিজ ওয়ার্ডে দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের ঘরে পৌছে দিবেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, দুধ, তেল, লবন প্রভৃতি। এ সময় মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা রাহাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় কামরুল আহসান সরকার রাসেল সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নগরীর প্রায় ১৪ হাজার মানুষ ও কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করেছেন। এছাড়া পবিত্র রমজানে প্রতিদিন তিনশত অসহায় ও গরীব লোকদের তার বাস ভবন প্রাঙ্গনে ইফতারি করানো হচ্ছে। যা ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।