1998
Published on মে 19, 2020সেবা, শান্তি, প্রগতির ধারক বাহক সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগর সংগঠকদের উদ্যোগে নগরীর বহদ্দারহাট মোড়ে শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এডঃ এ এইচ এম জিয়া উদ্দীন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সংগঠক আবদুর রশীদ লোকমান এর তত্বাবধানে নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠকদের উদ্যোগে বাকি দিনগুলোতে ইফতারের এই কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠকদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে শাহাবুদ্দিন বাদশা, সুমন কান্তি নাথ, এস এম আকবর, জয়নাল আবেদিন, আইয়ুব চৌধুরী, রাশেদুল ইসলাম রুশো, মোহাম্মদ সোহেল, শাহিন খান, মহানগর ছাত্রলীগের সদস্য জাহেদ আলম, আলাউদ্দীন বাবু, আখতারুজ্জামান বাবু, ইমরান হোসেন আরেফিন, মোহাম্মদ সুমন, সাজ্জাদ শাকিল, আশরাফুল ইভান সাগর, মেহেরাজ তুহিন, রোহান প্রমুখ।