মেহেরপুরে ৫০০ পরিবারে জেলা ছাত্রলীগ সহ-সভাপতির ঈদ উপহার

1561

Published on মে 19, 2020
  • Details Image

মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহম্মেদের নিজ উদ্যোগে গ্রামের ৫ শতাধিক পরিবারে মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।

এসময় ঈদের খাদ্য সামগ্রী বিতরনে সহযোগীতা করেন আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি রওশন আলী টোকন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা আসানুল হক ও ইয়াসিন আলি, আমদাহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান, ৪ নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মুকুল হোসেন প্রমুখ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া ।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহম্মেদ বলেন, শুধুমাত্র জেলা শহরেই নয় বরং প্রতিটি গ্রামে যারা বিত্তবান রয়েছে তাদের খাদ্য সহায়তার জন্য এগিয়ে আসতে হবে । এই অসময়ে অনেক পরিবারই ঈদের বাজার করতে পারবে না তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত