1183
Published on মে 19, 2020বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। আজ মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব সেন্ট্রাল কমিটি, কমিউনিস্ট পার্টি অব চায়না (আইডিসিপিসি), বাংলাদেশ আওয়ামী লীগ, হুবেই প্রদেশ ও ডিএনসিসির মধ্যে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে চীনা নেতৃবৃন্দ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
“CPC in dialogue with world political parties high level Meeting – thematic event” শিরোনামে বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও সরকারের সাথে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) ও চীন সরকার কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা ও আলোচনার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে প্রথমেই বাংলাদেশের সাথে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হলো।
ওয়েবিনারটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ ও আইডিসিপিসি অভিজ্ঞতা বিনিময় করে। এবং পরে ডিএনসিসি ও হুবেই প্রদেশের কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলি ফরহাদ।
প্রথম সেশনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ ফারুক খান এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক এমপি, ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য তারিক হাসান শমী উপস্থিত ছিলেন। আইডিসিপিসি এর পক্ষে ভাইস মিনিস্টার কুও ইয়েঝাও, ডাইরেক্টর জেনারেল (বুরো-১) সুন হাইইয়ান, ডেপুটি ডাইরেক্টর জেনারেল (বুরো-১) মা শুয়েসং, ডিভিশন ডাইরেক্টর (বুরো-১) লি চিনইয়ান, ডেপুটি ডিভিশন ডিরেক্টর (বুরো-১) তান ওয়েই ওয়েবিনারে অংশ নেন।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ওয়েবিনারে ফারুক খান এমপি এবং জাহিদ মালিক বক্তব্য রাখেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।
দ্বিতীয় সেশনে আইডিসিপিসি, হুবেই প্রদেশ এবং ডিএনসিসির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
ডিএনসিসির পক্ষ থেকে দীর্ঘ মেয়াদে উহান শহরের কোভিড-১৯ পরিস্থিতি, কোভিড-১৯ যেন বারবার ফিরে না আসে সেজন্য কোন ধরনের পলিসি গ্রহণ ও বাস্তবায়ন, কোভিড-১৯ প্রতিরোধের জনসচেতনতা তৈরি, ব্যাপকভাবে কোভিড-১৯ পরীক্ষা কীভাবে করা হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনা, কোভিড-১৯ মহামারী ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এ দুইয়ের সমন্বয়, কোভিড-১৯ এর টিকা সম্পর্কে অগ্রগতি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।