বাগেরহাটে ১৫৮০ জন অস্বচ্ছল নেতাকর্মীদের পাশে পৌর মেয়র

1051

Published on মে 19, 2020
  • Details Image

করোনা পরিস্তিতিতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর আহ্বানে বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান তার ব্যক্তিগত অর্থায়নে পৌর আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডের ১৫৮০ জন নেতা কর্মীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

নেতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরুর হাতে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একন্ত সচিব আওয়ামী লীগ নেতা জনাব মোঃ ফিরোজুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান জনাব সরদার নাসির উদ্দিন,ভাইস চেয়ারম্যান জনাব খান রেজাউল ইসলাম,আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুক,কাউন্সিলর আবুল হাসেম শিপন,চেয়ারম্যান মনি মল্লিাক,এ্যড.লুনা সিদ্দিকী,তানিয়া খাতুনসহ স্থানীয় নেতা কর্মী।

পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, করোনা পরিস্তিতিতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের নির্দেশনার পৌরসভার ০৯ টি ওয়ার্ডে ১৫৮০ জন দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। তিনি বলেন পৌরসভার কোন মানুষ যেন না খেয়ে থাকতে হয় এ জন্য হটলাইন প্যাকেজে ফোন পাইলে সম্পূর্ন পরিচয় গোপন রেখে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বাড়িতে পৌছে দেওয়া হয়। ব্যক্তিগত উদ্দোগে এ পর্যন্ত হটলাইন প্যাকেজে প্রায় আড়াই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত