অসহায়দের জন্য 'মুষ্টি চালে পুষ্টি খাবার' উদ্যোগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের

1968

Published on মে 19, 2020
  • Details Image

শুকনো খাবার সংগ্রহ এবং রান্না খাবার বিতরন কার্যক্রম "মুষ্টি চালে পুষ্টি খাবার" উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। করোনা পরিস্থিতির শিকার দিনমজুর খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবে এই কার্যক্রম শুরু করেছেন ছাত্রলীগ। সমগ্র চট্টগ্রাম এর ছাত্রলীগের নেতাকর্মীরা সকলেই নিজ নিজ ঘর থেকে চাল ডাল তেল আলু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করে জমা করছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের খাদ্যভান্ডারে।

এসময় কর্মসূচী উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি মাহমুদুল হাসান তুষার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ সভাপতি নাঈম রনি, জয়নাল উদ্দিন জাহেদ,যুগ্ম সাধারন সম্পাদক সুজন বর্মন,অমিতাভ চৌধুরী বাবু, ত্রান ও দুর্যোগ সম্পাদক আবুল মনসুর টিটু, সদস্য মোস্তফা কামাল, ডাবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম,সাধারণ সম্পাদক রাকিব হায়দার ও আকবর শাহ থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী প্রমুখ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত