1162
Published on মে 19, 2020পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মিজানুর রহমান (লাভলু) এর ব্যাক্তিগত অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল দশটায় উপজেলার কাঠালতলী বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন, মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হালিম মোল্লা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন খান,আওয়ামীলীগ নেতা মোঃ আবদুল মালেক হাওলাদার,ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ পলাশ হাওলাদারসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম কাজী মোখলেচুর রহমানের ছেলে মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলু। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সে লক্ষে উপজেলার মাধবখালী ইউনিয়নে আমি আমার নিজস্ব অর্থায়নে ওয়ার্ড আওয়ামীলীগ নেতাদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে তালিকা তৈরী করে কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়েছি। তবে পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।