1114
Published on মে 19, 2020সাভারে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ও দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান।
সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার বেলা ১১টায় সাভার পৌর এলাকার তালবাগ কবরস্থান মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সাংসদ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
যুবলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে বিতরণকৃত এসব খাদ্যসামগ্রী হলো- চাল, ডাল, সেমাই, চিনি ও পোলার চালসহ অন্যান্য দ্রব্যাদি।
ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান বলেন, করোনায় অনেক মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। তিনি নিজ উদ্যোগে এর আগেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও ঈদ উপলক্ষে শুক্রবার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহবানে তিনি শুক্রবার তালবাগ কবরস্থান মাঠে ঈদ উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তার সাথে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন।