1237
Published on মে 19, 2020চসিক ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ এর উদ্যোগে পরিচালিত বিনামূল্যের ‘সবজি বাজার’ পেয়ে খুশি এলাকার দরিদ্র মানুষ।
করোনার প্রকোপ বাড়ার শুরু থেকেই এলাকাবাসীর কষ্টের কথা ভেবে এ কর্মসূচি শুরু করেন তিনি, যা অব্যাহত রয়েছে এখনও। একদিন পর পর এই সবজির বাজার যাচ্ছে ওয়ার্ডের পাড়া-মহল্লায়।
জানা গেছে, ৫টি ভ্যানে মোট ৭০০ কেজি সবজি নিয়ে দরিদ্র মানুষের কাছে যাচ্ছে ‘সবজি বাজার’। মানুষ পাচ্ছেন টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, তিতকরলা সহ নানান সবজি। এসব ভ্যান থেকে একজন ২ কেজি পর্যন্ত সবজি নিতে পারছেন।
কাউন্সিলর জাবেদের ‘সবজি বাজার’বৃহস্পতিবার (১৪ মে) বংশাল পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মহল্লার দরিদ্র মানুষ ভ্যান থেকে সবজি সংগ্রহ করছেন। তারা এই দুর্যোগে পাশে দাঁড়ানোয় কাউন্সিলর মোহাম্মদ জাবেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, করোনার প্রকোপ বেড়ে গেছে। এসময়ে বাজারে যাওয়াও ঝুঁকিপূর্ণ। তাই আমি এই উদ্যোগ নিয়েছি। প্রতিদিন ৭০০ কেজি করে সবজি বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে দরিদ্র মানুষের কাছে। ওয়ার্ডের সব পাড়া মহল্লার মানুষ যাতে এই সুবিধা পায় সে জন্য পাড়া মহল্লাগুলোকে ভাগ করে প্রত্যেক মহল্লায় একদিন পর পর এসব ভ্যানে যাচ্ছে ‘সবজি বাজার’।