1494
Published on মে 19, 2020মানিকছড়ি উপজেলার দু’শতাধিক গৃহবন্দি, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
১৫ মে শুক্রবার সকালে সাড়ে ১০টায় উপজেলার রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ পরিবারের মাঝে শিশু খাদ্য, মানিকছড়ি ইউ,পি চেয়ারম্যানের পক্ষ থেকে ২৬জন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের পক্ষ থেকে ২শ গৃহবন্দি, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এম.পি)।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, অফিসার ইনচার্জ আমির হোসেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদ নির্মলেন্দু চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহিদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা এস.এম রবিউল ফারুক, এম এ কাদের, জাহেদুল আলম মাসুদ, মো. আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মো.সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ-সহায়তা বিতরণ কার্যক্রম শুরুর আগে প্রধান অতিথি বলেন, বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যন্ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশা-পাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদরা গৃহবন্দি ও কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করছেন। এখন সকলের প্রয়োজন সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলা।