রাজশাহীর চারঘাটে শিশুদের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার

1912

Published on মে 19, 2020
  • Details Image

খাবারের পরেই মানুষের প্রথম চাহিদা হল বস্ত্র, সামনে পবিত্র ঈদ-উল-ফিতর, করোনায় অসহায় মানুষ আয়-রোজগার নেই, কোন ঈদে যদি বাচ্চারা নতুন জামা না পায় তাহলে বাবা-মায়ের যে কি কষ্ট লাগে তা শুধু বাবা-মা উপলব্ধি করতে পারে

যাদের নতুন জামা কেনার সামর্থ্য নেই তাদের কথা চিন্তা করে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট-বাঘার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহরিয়ার আলম ছোট্ট শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা দিয়েছেন।

আজকে প্রায় ২৫০ জন বিভিন্ন বয়সের শিশুদের মাঝে তার এই উপহার বিতরণ করা হয়। চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন, সরদহ ইউনিয়ন, নিমপাড়া ইউনিয়ন ও বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন এ এইসব জামা গুলো বিতরণ করা হয়। ঈদের খুশি ছোট-বড় সবার মাঝে ভাগাভাগি করে নিতেই মন্ত্রী মহোদয় এর এমন মহৎ উদ্দ্যোগ যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত