শরীয়তপুর ডামুড্যায় ৪০০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিয়েছেন সাংসদ

1323

Published on মে 18, 2020
  • Details Image

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি, শিধুলকুড়া ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের ৪০০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য জননেতা নাহিম রাজ্জাক।

বর্তমানে দেশে নভেল করোনাভাইরাসের ভয়ংকরী প্রভাব পড়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো বাংলাদেশকে। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে যার পরিপ্রেক্ষিতে সরকার ত্রাণ বিতরণ করছেন। যা সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে জননেতা নাহিম রাজ্জাক নিজ হাতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সম্পর্কে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য জননেতা নাহিম রাজ্জাক বলেন, আমি আমার এলাকার অনেক হতদরিদ্র পরিবারের অবস্থা সম্পর্কে অবগত যা আমার মনকে নাড়া দিয়েছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আমার ডামুড্যাতে কোন অনাহারী থাকবে না, ইনশাল্লাহ।

উক্ত প্রসঙ্গে শরীয়তপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে বলেন, বাংলাদেশ সরকার কাউকে অনাহারে থাকতে দেবেন না। এখন আমাদের সংকটের সময়। আমরা জানতে পেরেছি ডামুড্যায় তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছে । তাই সর্তকতা অবলম্বন করে চলাফেরা করুণ , সবাই তিন ফুট দূরত্ব বজায় রাখুন এবং অযথা কেউ ঘুরাঘুরি করবেন না।

ডামুড্যা উপজেলার ধানকাটি,শিধুলকুড়া ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে,ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ,ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত