2216
Published on মে 18, 2020চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আন্দোলন-সংগ্রামে সবসময় জনগণের কাছাকাছি থাকেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। তাই করোনা মহামারীর এই দুঃসময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় গ্রহণ করেছে।সেই লক্ষ্য বাস্তবায়নে নগরের ৪৩টি ওয়ার্ডের ১২৯টি ইউনিট নেতাকর্মীদের মাঝে ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় আমার ব্যক্তিগত উদ্যোগে নগর আওয়ামী লীগের সহযোগিতায় প্রায় ৬৪৫০ জন নেতাকর্মীকে ভো্গ্যপণ্য বিতরণ করা হয়েছে। আজ পূর্ব বাকলিয়া ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ ১৭ নং পশ্চিম বাকলিয়া ও ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মহানগর আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, এই বছরটি ছিল মুজিববর্ষ এবং আগামী বছরটি স্বাধীনতার সূবর্ণজয়ন্তীকাল। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ দেশের উন্নয়ন অগ্রগতি,সকল আনন্দ হাসি,উৎসব মুখরতাকে স্তব্ধ করে দিয়েছে।৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়ে আমরা প্রমাণ করেছি কোন দূর্যোগ,শঙ্কার কাছে মাথানত করতে পারি না।করোনার ভীতিকেও বাঙালি জয় করবে ইনশাল্লাহ।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বণ পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যান সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সম্পাদক বখতেয়ার উদ্দিন খান, আহমদ ইলিয়াছ, থানা আওয়ামীলীগের সাহাব উদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের হাজী মোহাম্মদ ইউনুছ কোম্পানী, মো. আলী নেওয়াজ, মোহাম্মদ মুছা, আকবর আলী আকাশ প্রমূখ উপস্থিত ছিলেন।