1655
Published on মে 18, 2020সাতকানিয়ার অসহায় দিনমজুর ৩ হাজার ২০০ পরিবারে চতুর্থ দফায় বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর তিন দফায় ত্রাণ বিতরণ শেষে রোববার রমজানকে সামনে রেখে চতুর্থবারের মতো এ ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হলো।
সাতকানিয়ার কেরানীহাটের ৩ হাজার ২০০ পরিবারকে ইফতার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত দরিদ্র দিনমজুরদের এই ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।