দিরাই উপজেলায় ৩২০০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন স্থানীয় সাংসদ

1204

Published on মে 18, 2020

সাংসদ ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ হাজার ২শ পরিবারকে ইফতারসামগ্রী দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১টায় দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ ড. জয়া সেনগুপ্তা।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, প্যানেল মেয়র বিশ্বজিত রায়, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক আবু হানিফ চৌধুরী, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুবা মিয়া, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ আহমেদ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত