1697
Published on মে 18, 2020সাধ্যের মধ্যে সবটুকু ভালোবাসা শিরোনামে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ খান টিটুর পারিবারিক অর্থায়নে চতুর্থ বারের মতো ৫০০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌছে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল সেমাই নুডুলস চিনি বাদাম কিসমিস মুড়ি।
এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ খান টিটু। করোনা মহামারির ফলে পিরোজপুর জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে।
নিজস্ব ফর্মুলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কয়েক হাজার মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় মাস্ক, সাবান ও বিতরণ করেন।
২য় দফায় ৫০০ পরিবারের মাঝে চাল ডাল তেল আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেন ৩য় ধাপে ১০০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করেন। ৪র্থ ধাপে ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। কৃষকের পাশে দাড়িয়ে ধান কেটে বাড়ি পৈাছে দেন। মানবতার ফ্রি সবজি বাজার নামে মানুষের ঘরে ঘরে বিভিন্ন রকমের সবজি পৌছে দেন।
বন্ধ মসজিদ খুলে দেওয়ায় মুসল্লীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত পালন করতে পারে সেজন্য শহরের ১৩টি মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে সবান হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা ছাত্রলীগ। অসহায় কৃষকের জমি তৈরি করে সার বীজ বিতরণ করে দেন।