1273
Published on মে 18, 2020ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রসন) তিন উপজেলায় একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের হতদরিদ্র,দিনমজুর ও নিম্ন আয়ের ১৫ হাজার পরিবার যারা করোনার লকডাউনে থেকে কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ তার নিজ তহবিল থেকে তার নির্বাচনী এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত কয়েকদিন ধরে তিন উপজেলায় আ’লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করছেন বলে বিষয়টি নিশ্চিত করেন কাজী জাফরউল্লার প্রেস সেক্রেটারী আশিক ফয়জুল্লাহ। রবিবার ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ অব্যাহত রাখেন। আগামী আরো দুই/একদিন লাগবে বলে তিনি জানান।
ভাঙ্গা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও হাজী সোবাহান মুন্সির নেতৃত্বে উপজেলা আ’লীগের কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বন্টন করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ তার নিজ তহবিল থেকে তার নির্বাচনী এলাকা তিন উপজেলায় হতদরিদ্র,দিনমজুর ও নিম্ন আয়ের ১৫ হাজার পরিবারের মাঝে চাল,ডাল,চিনি,লবন ও তেল বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, আমার নেতা জাফরউল্লাহর নির্দেশ লকডাউনে থাকা কর্মহীন কোন মানুষ যেন না খেয়ে না থাকে এবং তারা যেন আনন্দে ঘরে থেকে ঈদ উদযাপন করতে পারে।