2208
Published on মে 17, 2020করোনার প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জনপ্রতিনিধি ও ব্যক্তিগত পর্যায়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। একই সঙ্গে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনও। এদিকে শহর-গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।
১৭ মে ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্বতন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর শ্রীপুর উপজেলায় তেলেহাটি ইউনিয়নে কোভিড-১৯ করোনায় বিপর্যস্ত জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের মাঝে ফল সামগ্রী উপহার ও নগদ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মো: আকরাম হোসেন বাদশা ।
উপহারের মধ্যে খাদ্য সামগ্রী ছাড়াও ছিল নগদ অর্থ।