1833
Published on মে 16, 2020ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় ১৬ মে সকাল ১০টায় ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আব্দুর রহমানের পক্ষে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ৩০০ জন হত দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। আলফাডাঙ্গা পৌরসভা সহ ছয় ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সায়ফার, আ. লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, আব্দুল আলিম সুজা, সহ- সভাপতি রউফ হোসেন তালুকদার, সহ- সভাপতি, ইকবাল হাসান চুন্নু।
যুগ্ন-সাধারণ সম্পাদক, আতাউর রহমান সাইক্লোন। আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, ফকির এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক, সেলিম রেজা, এছাড়া আলফাডাঙ্গা পৌরসভা সহ ৬ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।