1047
Published on মে 16, 2020গোপালগঞ্জ সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রথম শ্রেণির ঠিকাদার ও গোপালগঞ্জ জেলা টিন ও রড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল হতে শহরের থানাপাড়ার নিজ কার্যালয়ের সামনে প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও কর্মহীন প্রায় ২৫০০ মানুষের মাঝে ঈদ বাজার (চাল, আলু, সেমাই, গুঁড়া দুধ ও চিনি) বিতরণ করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড.রঞ্জিত কুমার গামা, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাজাহান চৌধুরী, গোপালগঞ্জ পৌর আ.লীগের সহ-সভাপতি মো.আছানুর রহমান হাসান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর খোদেজা আক্তার সহ প্রমুখ।
আ.লীগ নেতা শেখ সাইফুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহবানে সাড়া দিয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমি নিজেকে আজ বাংলাদেশ আওয়ামীলীগের একজন গর্বিত কর্মী মনে করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমার এই কার্যক্রম চলমান থাকবে, আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসনের মাটি ও মানুষের নেতা, আমার অভিভাবক ড.শেখ ফজলুল করিম সেলিমের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, করোনা সংকট শুরু হওয়ার সময় থেকে অসহায়, দুস্ত, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন।