1833
Published on মে 16, 2020করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ডাব, ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও গ্রিন টি উপহার পাঠিয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশীদ লোকমানের নেতৃত্বে এসব ফল হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়।
বিদ্যুৎ বড়ুয়া এ সময় স্বেচ্ছাসেবক লীগের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভিডিও বার্তায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয়, চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন বাদশা, মফিজুর রহমান দুলাল, এস এম আকবর, জয়নাল আবেদিন, সুমন কান্তি নাথ, আইয়ুব চৌধুরী, রাশেদুল ইসলাম রুশো, নগর ছাত্রলীগের সদস্য জাহেদ আলম প্রমুখ।