1498
Published on মে 16, 2020ঈদ উপলক্ষ্যে নগরের ৪১টি ওয়ার্ড এবং ২টি সাংগঠনিক ওয়ার্ডের সাড়ে ৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নগরের প্রতিটি ওয়ার্ডের ১৫০ জন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর কাছে নওফেলের এই ঈদ উপহার পৌঁছানো শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার অনিক।
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দিতে স্থানীয় পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের এই ঈদ উপহার প্রদান করা হচ্ছে।
এর আগে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের ২ হাজার নেতাকর্মীর পরিবারের জন্য খাদ্য সামগ্রীসহ নগদ চার লাখ টাকা ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতাকর্মীর ৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠান নওফেল।