আশুলিয়ায় ১ হাজার পরিবারে সহায়তা দিয়েছেন সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান

1061

Published on মে 16, 2020
  • Details Image

সাভারের আশুলিয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আশুলিয়ার গাজিরচট আলিয়া মাদ্রাসার মাঠে এক হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব মেনে প্রতিটি পরিবারকে ৭ কেজি করে চাল, ১ কেজি করে লবণ, ২ কেজি করে আলু, ১ কেজি করে পেঁয়াজসহ একটি করে প্যাকেট দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলাসহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ধামসোনা ইউনিয়নের গাজিরচট এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকার অসহায় মানুষ কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান বলেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগে আমি সাধ্যমতো চেষ্টা করছি অসহায় পরিবারের পাশে দাড়াতে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত