মংলায় ১ হাজার পরিবারে বন ও পরিবেশ উপমন্ত্রীর খাদ্য সহায়তা

1123

Published on মে 16, 2020
  • Details Image

মংলায় করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বেগম হাবিবুন নাহারের ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকার এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছেসেবকলীগের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর আগে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিকূল পরিস্থিতে কোন মানুষ যেন না খেয়ে থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫০ লাখ পরিবারকে অর্থ সহায়তা করবে সরকার। ১৪ মে থেকে সরকারের এ অর্থ সহায়তা পাবে মানুষ। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মোংলাবাসীর প্রতি আহবান জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত