873
Published on মে 16, 2020নীলফামারীর সৈয়দপুরে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ। ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার সৈয়দপুরে দেড় হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় স্টেডিয়াম মার্কেটের সামনে দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল ছোলা ও সয়াবিন তেল।