787
Published on মে 16, 2020করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮২০০ কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন ঢাকা-২০ আসনের সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ।
১৪ই মে বৃহস্পতিবার ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ধামরাই পৌরসভার তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ ছাড়া বিকেলে ধামরাই ইউনিয়ন পরিষদের মাঠে প্রায় দুইশত হত দরিদ্র ও দুস্থদের মাঝে দুই লিটার তেল, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, এক প্যাকেট দুধ, আধা কেজি বেসন, আধা কেজি সোলা, এক কেজি লবণ, এক কেজি খেজুর ও দুই কেজি চিনি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর মেয়র গোলাম করিব ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন প্রমুখ।
এর আগে ৩১ মার্চ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৬টি ইউনিয়ন সহ ১টি পৌরসভার হতদরিদ্র নিন্ম আয়ের ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
ত্রাণ গ্রহীতাদের উদ্দেশ্যে বেনজীর আহমদ বলেন, দেশে কোনো ব্যক্তি না খেয়ে মরবে না। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। আগামী ছয় মাসের খাদ্য মজুদ রয়েছে সরকারের কাছে।