1226
Published on মে 15, 2020ময়মনসিংহের গফরগাঁওয়ে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে করোনাভাইরাসের কারণে ঘরবন্দি ১৩০০ কর্মহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ই মে বৃহস্পতিবার বিকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে ৬০০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।
এর পূর্বে উপজেলার টাঙ্গাব ও লংগাইর ইউনিয়ন পরিষদে ৬০০ পরিবার এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার কার্যালয়ে আরো ১০০ কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মোফাজ্জল হোসেন সাগর, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আওরঙ্গ হেলাল, যুবলীগ নেতা এম সালাহ উদ্দিন পলাশ, তাজমুন আহমেদ, পৌর কাউন্সিলার বৃন্দসহ দলীয় নেতৃবৃন্দ।
পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ময়মনসিংহে থাকায় নেতার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী কর্মহীন পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে।