2904
Published on মে 15, 2020ক্রেতাদের বিষমুক্ত সবজি সরবাহ ও কৃষকদের নায্য মূল্য নিশ্চিত করতে নাটোরে উদ্বোধন করা হয়েছে কৃষকের বাজার।
শুক্রবার সকালে শহরের স্বাধীনতা চত্বরের পুরাতন বাসট্যান্ডের মাঠে কৃষকের বাজারের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ,পুলিশ সুপার লিটন কুমার সাহা,কৃষি বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় জেলা প্রশাসন ও কৃষিবিভাগের আয়োজনে সপ্তাহের শুক্রবার ও শনিবার এই বাজার খোলা থাকবে। প্রথম পর্যায়ে ১০ জন এই বাজারে তাদের পন্য বিক্রি করার সুযোগ পেয়েছেন।
বিষমুক্ত সবজি ও ফল কম দামে কিনতে খুশি ক্রেতারা। পাশপাশি সরাসরি ক্রেতাদের হাতে ফসল তুলে দিয়ে ভালো লাভবান হচ্ছেন কৃষক।এছাড়া এই বাজারে কৃষকদের কোন প্রকার টোল প্রদান করতে হচ্ছেনা।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়ার জানান, মধ্যস্বত্ব ভোগীদের অবসান ঘটাতে ও কৃষকদের নায্যমূল্য নিশ্চিত করতে এই বাজার বসানো হয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি হাট-বাজারে কৃষকদের জন্য বাজার স্থাপন করা হবে।