মানিকগঞ্জে ১৮০ পরিবারে পৌর আওয়ামী লীগ নেতার ত্রাণ সহায়তা

1092

Published on মে 15, 2020
  • Details Image

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলীর উদ্যোগে পৌর এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের পশ্চিম দাশড়া এলাকায় এ ত্রান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় পৌরসভার বিভিন্ন এলাকার ১৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, আলু, লবন, পিয়াঁজ বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদুল্লাহ প্রধান লিল্টু, সমাজ সেবক লাল মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা সাহাদত হোসেন নান্টু, যুবলীগ নেতা হাসমত আলী, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন পশ্চিম দাশড়া এলাকার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত