1617
Published on মে 15, 2020কুমিল্লার চান্দিনায় ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর মধ্যে গত এক সপ্তাহ যাবত চাল, ডাল, চিনি, সেমাই, পেঁয়াজ, আলুসহ নানা উপকরণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের ত্রাণ বিতরণের প্রধান সমন্বয়ক মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় অচল হয়ে পড়েছে এ উপজেলার কর্মক্ষম মানুষের জীবন-জীবিকা। এর মধ্যে হতদরিদ্র ও নি¤œ আয়ের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।
তাদের কথা চিন্তা করে উপজেলা জুড়ে অসহায় পরিবারে খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করছেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। আমরা যারা তার নেতা-কর্মী আছি প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিতে কাজ চালিয়ে যাচ্ছি।