936
Published on মে 15, 2020খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান (তুহিন) এর নিজস্ব তহবিল থেকে তিনশত হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। এ পর্যন্ত অন্যান্য ইউনিয়ন সহ নিজ ইউনিয়নের প্রায় তিন হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
ঐতিহ্যবাহী লক্ষীখোলা কাগজী বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সাংসদ আলহাজ্জ্ব মো. আক্তারুজ্জামান বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগ ও পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিভূতি ভূষণ সানা, প্যানেল চেয়ারমান তাজউদ্দনি আহম্মেদ, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আযাদ বান্টি, সাংবাদিক আকরামুল ইসলাম, প্রভাষক বাবলুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা প্রার্থ প্রতীম চক্রবর্তী ও মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, নয়ন, শামীম, সাংবাদিকগনের মধ্যে উপস্থিত ছিলেন জি এম মিজানুর রহমান, আলাউদ্দীন সোহাগ, জি এ গফুর, স্নেহেন্দু বিকাশ, বাবুল আক্তার, ও হাফিজুর রহমান রিন্টুসহ আরো অনেকে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো আতপ চাউল- ৫ কেজি, ডাল- ১ কেজি, তেল- ৫০০, পেয়াজ- ১ কেজি, লবন- ১ কেজি, আলু-২ কেজি, মিষ্টি কুমড়া- ১.৫ কেজি, ঝাল- ২৫০ গ্রাম, করলা- ৫০০ গ্রাম, পুঁইশাক- ২ কেজি, ঢেঁড়শ- ১ কেজি ও ১টি সাবান সহ মোট ১২ প্রকারের খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।