1002
Published on মে 15, 2020ভাইরাস আতঙ্কে নয়, তীব্র খাদ্য সংকটের শঙ্কায় সন্দ্বীপে ৩০ হাজারের ওপর দিনমজুর। কাজ ছাড়া তিন দিনের বেশি ঘরে বসে খাওয়ার সুযোগ নেই তাদের। অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে আসছেন। যাদের তাও নেই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শে আরও অসহায় তারা।
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে টানা সরকারি ছুটির ঘোষণায় এক প্রকার লকডাউন হয়ে পড়া বিচ্ছিন্ন দ্বীপ- সন্দ্বীপের কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী অসহায় নিন্মবৃত্ত মানুষদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। এ অবস্থায় ১২ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে আলহাজ্ব মাহফুজুর রাহমান মিতা এমপি।
সন্দ্বীপের নিম্ন আয়ের ১২ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে চাল, ডাল, তেল সহ মোট ১৫ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা’র কারণে সৃষ্ট দু:সময়ে সে দৃষ্টান্ত স্থাপন করছেন অনেকে। সন্দ্বীপে উপার্জন হারানো এসব নিম্ন আয়ের মানুষের হাতে পৌঁছে দিয়ে মানবিক সহায়তার ক্ষেত্রে তেমনই দৃষ্টান্ত স্থাপন করলেন সন্দ্বীপের সংসদ মাহফুজুর রহমান মিতা এমপি। ব্যক্তি উদ্যোগেই এগিয়ে আসলেন তিনি। একই সঙ্গে এগিয়ে এসেছেন বিভিন্ন সমাজ কর্মীরাও।