দিনাজপুরে সাড়ে ৫ হাজার মানুষের পাশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

1061

Published on মে 15, 2020
  • Details Image

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। গত কয়েকদিন ধরে লকডাউন শিথিল করা হলেও কাজে যোগদান করতে পারেনি অনেক মানুষ। বিশেষ করে নিম্ম আয়ের মানুষেরা পড়েছে বিপাকে। কর্মহীন এসব মানুষের পাশে সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও ব্যক্তি উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই।

এরই ধারাবাহিকতায় কয়েক সপ্তাহ ধরে দিনাজপুরের পাবর্তীপুর ও ফুলবাড়ী উপজেলায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির। করোনা প্রাদুর্ভাবের শুরুতেই তিনি কয়েক হাজার মানুষকে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়ে এগিয়ে এসেছেন।

বুধবার (১৩ই মে) পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের এম.সি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ কর্মহীন দুস্থ্ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির।

খাদ্য সহায়তা নিতে আসা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, ‘জাকির ভাই আমাদের জন্য যা করে যাচ্ছেন তা আমরা কোনদিন ভুলব না। তিনি ব্যক্তিগতভাবে আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা এরকম দিনে কেমন আছি সেসব বিষয়েও খোঁজ রাখছেন। আজকে আমাদের খাদ্য সহায়তা দিয়েছেন। তিনি সুস্থ্য থাকুক এই দোয়াই করি আমরা।’

এ সময় তিনি কর্মহীন এসব মানুষের উদ্দেশ্যে বলেন, ‘করোনাভাইরাস যুদ্ধে আমাদের জয় হতেই হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশকে সুরক্ষিত রাখতে। তিনি দলীয়ভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আপনাদের কাছে যেভাবে পারছি এগিয়ে আসছি। আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের পাশে থাকার। আপনারা সবাই সচেতন থাকবেন। আমরা এই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাব।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত