875
Published on মে 15, 2020দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ১০ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আজমের নিজস্ব অর্থায়নে সামাজিক নিরাপত্তা বজায় রেখে এলাকার কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) বোর্ডহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
চেয়ারম্যান ফারুক আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নিজস্ব অর্থায়নে রাণীপুকুর ইউনিয়নের কর্মহীন ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করার উদ্যোগ নিই।