953
Published on মে 15, 2020গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৩০০ অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বুধবার সকালে ধারাবারিষা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি এ্যাড.কোহেলী কুদ্দুস মুক্তি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মিন্টুসহ প্রমুখ।