944
Published on মে 14, 2020করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ঘরে থাকা কর্মহীন, দরিদ্র ও অল্প আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার।
তাঁর পক্ষে এই ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
বুধবার (১৩ই মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া, পুটাইল ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার ঘোষ, হাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম আব্বাস আকাশ, তাপস সাহা, পাপ্পু ঘোষ প্রমুখ।
এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, দেশের এই দুর্যোগ মূহুর্তে দেশের প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা অসহায় ও দু:স্থ মানুষের পাশে থেকে খাদ্যসহায়তা সহ মানুষের ক্ষেতের ধানও কোট তএদর বাড়ী পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এদেশের মানুষ না খেয়ে থাকবে না। তিনি দেশের সকল বিত্তবানদেরকে যার যার অবস্থান থেকে এই বিপদে মানুষের পাশে আবুল বাশারের মত এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, নির্মল রঞ্জন গুহ প্রথমে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ও পরে পুটাইল ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে নিজে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা প্রদান করেন।
উপকারভোগী প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, সেমাই ও সাবান দেয়া হয়।