৮০ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন দিনাজপুর-৬ এর সাংসদ

1084

Published on মে 14, 2020
  • Details Image
  • Details Image

করোনাভাইরাসের সংক্রমণ ও পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এই চার উপজেলায় কর্মহীন শ্রমজীবি অসহায় ৮০,০০০ হাজার মানুষের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে

এছাড়াও (বিরামপুর,নবাবগঞ্জ,ঘোড়াঘাট ও হাকিমপুর) এই চার উপজেলার ৩১৮০ জন ইমাম ও মুয়াজ্জিমগণদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এর অংশ হিসেবে ১৩ই মে বুধবার সকালে নবাবগঞ্জ নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ১০৮০ জন ইমাম ও মুয়াজ্জিনগণের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ীকমিটির সদস্য এমপি শিবলী সাদিক নিজ তহবিল থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি সোলাবুট ও লবণ, চিনি।

জানা গেছে, ৫ই মে দুপুরে বিরামপুর উপজেলায় ১০০০ জন, ৬ই মে দুপুরে হাকিমপুর উপজেলায় ৪৫০ জন এবং ৭ই মে দুপুরে ঘোড়াঘাট উপজেলায় ৬৫০ জন ১৩ই মে নবাবগঞ্জ উপজেলায় ১০৮০ জন ইমামও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইমাম মুয়াজ্জিন ছাড়াও কর্মহীন ও শ্রমজীবি,অসহায় ৮০,০০০ হাজার মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবলী সাদিক এমপি বলেন, ‘করোনাসংক্রমণ দিন দিন বাড়ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক পেশার মানুষ। এর মধ্যে বাদ নেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিমগণ’।

এরই কারনে করোনাভাইরাসের সংক্রমণের ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক একটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে এবং তারাবীর নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ মুসল্লীর বেশি উপস্থিতি হতে পারবেন না। এমন নির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে একটি হতাশা কাজ করছে। বাড়ী থেকে বাহির হতে পারছে না আর এই ধরণের মানুষেরা কারো কাছে কিছু চাইতে পারে না, এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোই হবে মানবিকতা’। এই জন্যই মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ ক্রমে আমার নির্বাচনী এলাকায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে সামান্য পরিসরে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হল।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত