825
Published on মে 14, 2020যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর বাজারে কর্মহীন ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু। শুক্রবার বিকালে ১৫০ পরিবারের মাঝে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, মুড়ি, ছোলা, আলু ও লবণ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন হোসেন, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইদ্রিস আলী সাধারণ সম্পাদক বাবলু হোসেন, প্রমুখ।