বাঁশখালীতে ২১ হাজার মানুষ পাচ্ছে 'নজির আহমেদ ট্রাস্ট' এর সহায়তা

3262

Published on মে 21, 2020
  • Details Image
  • Details Image

করোনাকালীন দুর্যোগে দুর্বিসহ জীবন পার করছেন দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর মানুষ। সেখানে গরীব নিঃস্ব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে 'মাস্টার নজির আহমদ ট্রাস্ট'।

নাপোড়া গ্রামের প্রয়াত মাস্টার নজির আহমদ পরিবারের উপহার যাচ্ছে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২১ হাজার পরিবারে। ২৯ কেজি করে চাল পাচ্ছে প্রতি পরিবার।

ট্রাস্টের সদস্য সচিব ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি পরিবারের পক্ষে পুরো চাল বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন। 

গত দুই সপ্তাহ যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের অসংখ্য স্বেচ্ছাসেবী। প্রতিদিন কোনো না কোনো ওয়ার্ড ও ইউনিয়নে চাল নিয়ে হাজির হচ্ছেন ট্রাস্টের প্রতিনিধিরা। উপহার পৌঁছে দেয়ার ক্ষেত্রেও ভিন্ন পন্থা অনুসরণ করা হয়েছে। নিজস্ব উদ্যোগে তালিকা করে পৌঁছে দেয়া হয়েছে উপহার কার্ড। নির্ধারিত দিনে সামাজিক দূরত্ব মেনেই গরীব ও দুস্থ মানুষের হাতে উপহার তুলে দেয়া হচ্ছে।

ইতোমধ্যে পৌরসভা ও ছনুয়া, সাধনপুর, বৈলছড়ি, শেখেরখীল ও পুঁইছড়ি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

১৮ মে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গন্ডামারা, শীলকূপ, চাম্বল, পুইছড়ি, ছনুয়া ও শেখেরখীলে এবং পৌরসভায় ৬২০ জন ইমাম-মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার ১৫৪ জন শিক্ষকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

১৭ মে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ও নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে ২হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি বলেন, করোনাকালীন বলে কথা নয়, যে কোনো দুর্যোগ মুহূর্তে আমাদের পরিবার গরীব মানুষের পাশে দাঁড়ায়। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলায় চাল বিতরণ সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা তাদের প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টটি পরিচালনা করেন। এ ট্রাস্টের উদ্যোগে স্কুল-কলেজ, মাদ্রাসা নির্মাণ, বছরব্যাপী গরীব শিক্ষার্থীদের বই প্রদান, বৃত্তি প্রদান, মসজিদ-মন্দির নির্মাণে সহায়তা, চিকিৎসা সহায়তা দেয়া হয়। দেশব্যাপী থাকা প্রতিষ্ঠানটির ২৫টি শিল্প কারখানায় প্রায় ২৬ হাজার কর্মচারী কর্মরত আছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত