1560
Published on মে 14, 2020বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারির আকার ধারণ করেছে। কর্মহীন হয়ে পড়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। এমতাবস্থায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ।
১৪ই মে বুধবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার চামটা ইউনিয়ন ও সখিপুরে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে প্রায় ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জনাব এ কে এম এনামুল হক শামীম,এমপি।
উপমন্ত্রী শামীম বলেন, করোনা সঙ্কটে মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ও বাংলাদেশ আওয়ামীলীগ সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগেই অসহায় মানুষের পাশে বাংলাদেশ আওয়ামীলীগ ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।
এ সময় নড়িয়া উপজেলার চেয়ারম্যান জনাব এ কে এম ইসমাঈল, ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব হুমায়ুন কবীর মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব বাবু অনল কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।