1841
Published on মে 14, 2020বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারির আকার ধারণ করেছে। কর্মহীন হয়ে পড়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নেতাকর্মীদের, জনগণের পাশে দাঁড়ানোর আহবানে, নিজস্ব অর্থায়নে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন।
করোনা সংকট মোকাবিলায় গরিব মানুষের পাশে এই তরুণ আওয়ামী লীগ নেতা। এর আগে তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায়। যার মধ্যে পেশা নির্বাচনের দিক নির্দেশনা দিতে কুষ্টিয়ায় ‘পেশা পরামর্শ সভা’ উল্লেখযোগ্য। এছাড়া স্বাস্থ্যসেবা সহ নানান উদ্যোগ নিয়ে ব্যস্ত থাকেন তিনি।
ডাটাবেইসে সংরক্ষিত ইউনিয়ন পরিষদের খানা জরিপ ও অন্যান্য সময়ের বিভিন্ন জরিপের সমন্বিত তথ্য অনুযায়ী, সবচেয়ে নিম্নবিত্ত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। তার প্রতিটি সহযোগিতার প্যাকেটে থাকছে একটি পরিবারের ১০ দিনের খাবার মতো চাউল, আলু, ডাল, সয়াবিন তৈল সহ নগদ ২০০ টাকা। এই সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে।
সংক্রামণের ঝুঁকি এড়াতে, হাতে হাতে হস্তান্তরের বদলে, বাড়ির দরজায় প্যাকেট রেখে আসছে প্রতিজন স্বেচ্ছাসেবী।