৩৩ হাজার ২০০ পরিবারে সহায়তা দিয়েছেন নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ ও তাঁর স্ত্রী

998

Published on মে 14, 2020
  • Details Image
  • Details Image

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও তাঁর সহধর্মিনী নাসরিন ওসমান সদর উপজেলা ও বন্দর থানা এলাকায় ৩৩,২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। 

সেলিম ওসমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত ৩০ ও ৩১ মার্চ প্রথম ধাপে তার নির্বাচনী এলাকার আওতাধীন সদর ও বন্দরের ৭টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ১৭টি এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ১৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ১ লাখ ৩০ হাজার কেজি চাল করেছেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৩০ এপ্রিল প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বন্দর এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ২৫০০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে ৫০ হাজার কেজি চাল বিতরণ করেছেন। তৃতীয় দফা ২৭০০ পরিবারের মাঝে ৫৪ হাজার কেজি চাল সহ সর্বমোট ২ লাখ ৩৪ হাজার কেজি চাল বিতরন করা হয়। এ ছাড়াও চলতি রমজান মাসে করোনা সংকট মোকাবেলায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২ কোটি ২৮ লাখ টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন।

পাশাপাশি সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর সহধর্মিনী নাসরিন ওসমান। অসহায় নারী, গর্ভবতী নারী এবং যাদের স্বামী অথবা সন্তান বর্তমানে বিদেশে মানবেতর জীবন যাপন করছেন সেই সকল পরিবার গুলোর মাঝে এই সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এমপি সেলিম ওসমান। বুধবার ১৩ মে সকালে বন্দর উপজেলা কমপ্লেক্সে ৭টি ইউনিয়নের নারী জনপ্রতিধিদের সাথে মতবিনিময় করে তাদের কাছে ৩ লাখ কেজি চাল ও ৩০ হাজার কেজি ডাল হস্তান্তর করা হয়েছে।

যার মধ্যে ৭টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নের ৩জন করে নারী সদস্যরা ১৯০০ পরিবারের মোট ১৩ হাজার ৩০০ পরিবারের মাঝে এ সহযোগিতা পৌঁছে দিবেন, আর বন্দর উপজেলার নারী ভাইস চেয়ারম্যানের মাধ্যমে ৭০০ পরিবার এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্ল সরকারের মাধ্যমে আরো ১ হাজার পরিবারের সহ মোট ১৫ হাজার পরিবারের মাঝে এ সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। এই খাদ্য সহায়তায় মোট ৩ লাখ কেজি চাল ও ৩০ হাজার কেজি মুসুরি ডাল বিতরণের জন্য হস্তান্তর করেছেন এই দম্পতি। এ নিয়ে ৪ দফায় মোট ৩৩ হাজার ২০০ পরিবারের মাঝে ৫ লাখ ৩০ হাজার কেজি চাল ও ৩০ হাজার কেজি ডাল বিতরণ করলেন এমপি সেলিম ওসমান ও তাঁর সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত