শেরপুরে ৮০০ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

780

Published on মে 14, 2020
  • Details Image

বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে শেরপুরে কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। যার কারণে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান। তিনি ব্যক্তি উদ্যোগে ৮ শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

শেরপুর শহরের ৮ টি ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু ও একটি করে সাবান ।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ বলেন, ‘বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভাবেন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আমাদের মত কর্মীদের আগামী দিনের কর্মপন্থা। তাই বিবেকের তাড়নায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে শহরের ৯টি ওয়ার্ডে ৮ শত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছিলাম।

ইতিমধ্যে ৮ শত পরিবারর মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছি। আগামীতেও অসহায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত