891
Published on মে 14, 2020ফরিদপুর-১ আসনের এমপি মো. মনজুর হোসেন বুলবুলের নিজস্ব তহবিল, ফরিদপুরর জেলা পরিষদের অর্থায়নে ও মধুখালী উপজেলার যুবলীগের পক্ষ থেকে এলাকার অসহায় কর্মহীনদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ই মে) বেলা ১২টায় এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এ সময় সাড়ে পাঁচ শত কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, দুধ ও চিনি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সচিব মো. মনজুর হোসেন বুলবুল।
এছাড়াও সরকারের মানবিক সহায়তা প্রকল্পের আওতায় ছয় শত পরিবারের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ দিন মোট ১ হাজার ১৫০ জন পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজউল, সুরাইয়া সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হব বকু, সহ-সভাপতি মো. হামিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।