পাটগ্রাম ৮০০ পরিবারে সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

1178

Published on মে 14, 2020
  • Details Image
    ছবিঃ কালের কণ্ঠ

করোনাভাইরাসের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও গরিব ৮০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুলের ব্যক্তিগত অর্থায়নে এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

গতকাল সোমবার সকালে জগতবেড় ইউনিয়ন পরিষদের সামনে ও দুপুরে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, গরিব ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, আলু, সয়াবিন তেল, লবণ, মসুর ডালসহ বিভিন্ন প্রকার খাদ্র্য সামগ্রী দেওয়া হয়।

এছাড়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে করোনাভাইরাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল বলেন , করোনাভাইরাসের কারণে কাজ না থাকায় অনেক গরিব মানুষ অসহায় হয়ে পড়েছে। এজন্য পাটগ্রাম উপজেলার পৌরসভাসহ প্রত্যেক ইউনিয়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও গরিব ৩ হাজার ৬০০ পরিবার কে আমার ব্যক্তিগত অর্থায়নে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।

সৌজন্যেঃ কালের কণ্ঠ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত