1005
Published on মে 14, 2020নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপজাতীয় পল্লী চাক হেডম্যান পাড়া, মধ্যম চাক পাড়া, উপর চাক পাড়া সহ মোট ৩টি পল্লীতে করোনাভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া ১৫০ পরিবারের মাঝে বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর জন প্রতি ১০ কেজি করে চাউল ও ২ কেজি করে আলু বিতরন করেন।
সোমবার ১১ এপ্রিল সকাল ১১ টার সময় চাক হেডম্যান পাড়া কমিউনিটি সেন্টারের মাঠে জাহাংগীর আলম বাহাদুর নিজেই উপস্থিত থেকে অসহায় লোকজনের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের পক্ষ হয়ে সরকারী নির্দেশ মোতাবেক সম্পুর্ন নিজস্ব তহবিল থেকে করোনাভাইরাস প্রতিরোধকের লক্ষে কর্মহীন মানুষের জন্য আমার যতটুকু সম্ভব তা নিয়ে তাদের পাশে মানবিক সহায়তা হিসেবে পাশে দাঁড়িয়েছি। আপনারা ও যারা সমাজে বিত্তবান রয়েছেন তারা ও এই দুর্যোগময় মুহুর্তে পাশে দাড়ান।অবশ্যই আল্লাহ আপনাদের সহায় হবেন।
এসময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ লিয়াকত আলী, এ এস আই হাবিব, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মংথোয়াইলা মারমা, ইউপি সদস্য আবু তাহের, শ্রমিক লীগ সভাপতি উচ থোয়াই চাক, মংবাচিং চাক সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।