দেড় হাজার দুস্থ পরিবারের মাঝে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতার সহায়তা

1073

Published on মে 14, 2020
  • Details Image

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার আলহাজ্ব তৈয়ব আলী মডেল বিদ্যালয় মাঠে ও আউকপাড়া বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দেড় হাজার দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শাহেদ।

দুস্থদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট হওয়া বর্তমান সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও দলীয় নেতা-কর্মীদেরকে অসহায়-দুস্থ্যদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে যখন সমগ্র বিশ্ব বিপর্যস্ত, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কর্মহীন ও দুঃস্থদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। একজন মানুষকেও না খেয়ে থাকতে হবে না বলে জানান এই প্রতিমন্ত্রী।

এছাড়াও করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া কমানোর জন্য এলাকার সকল জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন ডা. এনামুর রহমান এমপি। এরই অংশ হিসেব নিজের নির্বাচনী এলাকায় সকল বাড়িওয়ালাদের ৪০ ভাগ ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের তা বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি। পরে ত্রান প্রতিমন্ত্রী বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শাহেদের নিজস্ব অর্থায়নে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন মাদবরের সহযোগীতায় এই খাদ্য উপহার সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এবং ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ আরো অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত