1358
Published on মে 13, 2020বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগ এ শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর এ প্রায় ১৩৫০ জন মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও পুরোহিত কে আর্থিক সাহায্য প্রদান করেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
উপমন্ত্রীর মায়ের নামে করা বেগম আশ্রাফুন্নেসা ফাউণ্ডেশন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নামে করোনা কালীন সময়ে প্রায় ৪২০০০ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সহায়তা করা হয়েছে।
শামীম বলেন,নডিয়া সখিপুর নদী ভাঙ্গন কবলিত এলাকা।এখানকার মানুষ হতদরিদ্র ও গরীব।এই এলাকার মানুষের যেকোন প্রয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন জনগনের পাশে ছিল এবং থাকবে।