1609
Published on মে 13, 2020মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমগ্র দেশব্যাপী কভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যানে এবং মানব সেবায় যুবলীগ সবখানেই ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকায় অগ্রনী সংসদ চত্বরে সোমবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে ৫০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশের এই ক্রান্তিকালে লকডাউনের প্রথম দিন থেকেই গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে উপজেলার প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে তার সাধ্যনুসারে খাদ্যসামগ্রী পৌছে দিয়ে আসছেন।
তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কল্পে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দরিদ্র লোকজন যাতে খাদ্যভাবে না থাকে তার জন্য তিনি তার ব্যক্তিগতসহ দলীয় উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় চাল,ডাল,আলু পেঁয়াজ,তেল,সাবানসহ ও নগদ অর্থ বিতরণ করেন।