1337
Published on মে 13, 2020করোনা মোকাবিলায় বৃহস্পতিবার (৭ই মে) রাঙ্গামাটির কাউখালী উপজেলায় কর্মহীন ৪ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এবং অন্যান্য এলাকায় ত্রাণ বিতরণ চলমান রয়েছে।
এসময় তিনি রাজনৈতিক দিক বিবেচনা না করে করোনা মোকাবিলায় পাহাড়ের প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিতে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানান।
তিনি বলেন, ‘ত্রাণ সামগ্রী নিয়ে যাতে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না উঠে। যদি এমন কোনো অভিযোগ আমরা পাই তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, কাউখালী উপজেলা চেয়ারম্যান মো. শামসুদ্দোহা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমাসহ উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।